আপনি পার্কে প্রেমিকার অপেক্ষায় বসে আছেন। প্রতিটি মুহূর্ত মনে হচ্ছে যেন কয়েক ঘণ্টা। আবার যখন দুজনে গল্প করছেন, তখন ঘণ্টার পর ঘণ্টা পার করেও মনে হচ্ছে এই তো মাত্র কয়েক মিনিট গেল! আইনস্টাইন নাকি এক যুগলকে এ রকম উদাহরণ দিয়ে তাঁর রিলেটিভিটি তত্ত্ব সহজে বুঝিয়ে দিয়েছিলেন। অবশ্য এ বিষয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য নেই। কিন্তু ঘটনা তো সত্য। বিশেষভাবে অপেক্ষার সময়টুকু যে দীর্ঘ মনে হয়, সে অভিজ্ঞতা কমবেশি সবারই আছে। কেন এ রকম হয়? বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষায় দেখেছেন, মানসিক চাপে পড়লে সময় ধীরে চলে বলে মনে...

